শিরোনাম
টিভিতে অনুষ্ঠানের বদলে পর্ন প্রচার
প্রকাশ : ২৩ মার্চ ২০১৭, ১৪:১৩
টিভিতে অনুষ্ঠানের বদলে পর্ন প্রচার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের একটি ইসলামিক টেলিভিশনে নিয়মিত ধর্মীয় অনুষ্ঠানের সময় ২০ মিনিট পর্ন দেখানো হয়েছে। এরপর ওই ঘটনাকে ‘স্যাবোটাজ’ (অন্তর্ঘাত) বলে বর্ণনা করেছে কর্তৃপক্ষ। তবে তওবা টিভি নামে ওই টেলিভিশন চ্যানেলটি এ ঘটনার জন্য ত্রুটিপূর্ণ নেটওয়ার্ক ব্যবস্থাকে দায়ী করেছে।

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার ইসলামিক টেলিভিশন চ্যানেল তওবা টিভিতে একটি জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠানের সময় টেলিভিশনের স্ত্রিনে হার্ড-কোর পর্ন দৃশ্য ভেসে ওঠে।

 

তবে এ ঘটনার পর টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষ জানায়, এই ষড়যন্ত্রমূলক কাজের জন্য দায়ী ব্যক্তিকে খুঁজে বের করতে তারা পাবলিক প্রসিকিউটর অফিসে অভিযোগ জানিয়েছেন।

 

সাধারণত এই চ্যানেলটিতে ইসলামী উপদেশমূলক এবং তাত্ত্বিক বিষয় নিয়ে অনুষ্ঠান প্রচার করা হয়। সেখানে এ ধরনের পর্ন প্রচারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন দর্শকরা। সূত্র: বিবিসি

 

বিবার্তা/নিশি  

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com