শিরোনাম
ওমান প্রবাসীদের রেমিট্যান্স ট্যাক্স দিতে হবে না
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৬, ২০:৪১
ওমান প্রবাসীদের রেমিট্যান্স ট্যাক্স দিতে হবে না
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওমানের কেন্দ্রীয় ব্যাংক (সিবিও)-এর প্রধান সামুদ সানগৌর আল যাদজালি বলেছেন, ওমান প্রবাসীদের রেমিট্যান্সকে ট্যাক্সের আওতায় আনা হবে না।


টাইমস অব ওমানের সহযোগী আরবি দৈনিক পত্রিকা আল শাবিবার সঙ্গে এক একান্ত সাক্ষাতকারে সিবিও প্রধান এ কথা বলেন। এ বিষয়ে এই প্রথম তিনি মুখ খুললেন। সম্প্রতি গুজব ছড়িয়ে পড়ে যে, বিশ্ববাজারে তেলের মূল্য হ্রাস এবং অন্যান্য অর্থনৈতিক কারণে রেমিট্যান্সকে ট্যাক্সের আওতায় আনা হতে পারে। এর আগে ২০১৪ সালের নভেম্বরে মজলিশ আল শূরার সদস্যরা রেমিট্যান্স ট্যাক্স চালুর জোর দাবি জানান। তবে সরকার প্রস্তাবটি তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করে।
আল যাদজালি বলেন, রেমিট্যান্সকে ট্যাক্সের আওতায় আনার বিষয়টি অনেক কিছুর সঙ্গে জড়িত। যেমন, এটি করা হলে তা হবে ওমান-আইএমএফ চুক্তির বরখেলাফ। তাছাড়া কোনো জিসিসি (উপসাগরীয় সহযোগিতা পরিষদ) দেশ এরকম কোনো ট্যাক্স আরোপ করেনি।


তিনি বলেন, চলতি বছরের প্রথম ছয় মাসে রেমিট্যান্স এক দশমিক এক শতাংশ বেড়ে দুই দশমিক ১৩ বিলিয়ন ওমানী রিয়াল ছাড়িয়ে গেছে।


আল যাদজালি বলেন, হতে পারে যে, প্রবাসীদের রেমিট্যান্স আমাদের দেশের মোট অভ্যন্তরীণ সঞ্চয়ে একটা ক্ষত তৈরি করছে, যা বৈদেশিক মুদ্রার মজুদে বিরূপ প্রভাব ফেলছে। কিন্তু প্রবাসী শ্রমিকদের অবদানের কথাও আমাদের মনে রাখতে হবে। প্রবাসী শ্রমিকরা এমন নতুন দক্ষতা নিয়ে আসছে, যা আমাদের ছিল না। এই দক্ষতা দিয়ে এমনসব পণ্য ও সেবা উৎপাদন করা যাচ্ছে, যা আগে আমদানি করতে হতো।


তিনি বলেন, অভিবাসী শ্রমিকরা বিভিন্ন মেগা প্রজেক্ট বাস্তবায়ন ছাড়াও নতুন নতুন পণ্য উৎপাদন ও রফতানিতে সহায়তা করে থাকে।


আল যাদজালির বক্তব্য প্রকাশের পর তাকে সমর্থন দিয়ে ওমান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য আহমেদ আল হুতি বলেন, প্রবাসীদের ওপর ট্যাক্স আরোপের এটা মোটেই উপযুক্ত সময় নয়। কারণ, তারা আমাদের দেশে কাজ করছে, আমাদের সাহায্য করছে।


তিনি বলেন, আশা করি আমাদের অর্থনীতি শিগগিরই বর্তমান দুরবস্থা কাটিয়ে উঠবে এবং তখন আমরা ভেবে দেখবো আয় বাড়াতে আরো কী কী ব্যবস্থা নেয়া যায়।


বিবার্তা/হুমায়ুন/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com