শিরোনাম
ইতালিতে ভূমিকম্প: ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি অবস্থা
প্রকাশ : ২৬ আগস্ট ২০১৬, ১২:২৩
ইতালিতে ভূমিকম্প: ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি অবস্থা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইতালিতে ভয়াবহ ভূমিকম্পের আঘাতে আড়াই শতাধিক নিহত হওয়ার ঘটনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়।



বুধবার ইতালির দক্ষিণের শহর পেরুগিয়ায় ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর কয়েকশ’ আফটার শক বা পরাঘাতে কেঁপে উঠে দেশটির ক্ষতিগ্রস্ত এলাকাগুলো। শক্তিশালী ওই ভূমিকম্পে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ২৫০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৩৬৫ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
ধ্বংসস্তূপের মধ্যে প্রায় পাঁচ হাজার উদ্ধারকর্মী তল্লাশি অভিযান অব্যাহত রেখেছেন। তবে পরাঘাতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে, ভেঙে পড়ছে ক্ষতিগ্রস্ত ভবন ও স্থাপনা। বৃহস্পতিবার বিকালে ৪ দশমিক ৩ মাত্রার পরাঘাতের পর ইতোমধ্যে ভেঙে পড়া ভবনে উদ্ধারকাজ ফেলে বেরিয়ে আসেন কর্মীরা। ফলে এখন ঠিক কতজনকে জীবিত উদ্ধার করা যাবে, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।



ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাত্রিসি, আরকুয়াতা, অ্যাকুমোলি ও পেসকারা দেল ত্রোনতো শহরগুলোতে। শহরগুলো ততোটা ঘন বসতিপূর্ণ না হলেও গ্রীষ্মে সেখানে ভিড় জমান পর্যটকরা। ফলে নিখোঁজের প্রকৃত সংখ্যা বের করাটা কঠিন হয়ে পড়েছে।
হতাহতদের অনেকেই সেখানে অবকাশ যাপনে গিয়েছিলেন বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। নিহতদের মধ্যে স্পেনের একজন, রোমানিয়ার পাঁচজনসহ আরও অনেক বিদেশি রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন জানান, ক্ষতিগ্রস্তদের মধ্যে ‘বেশ কয়েকজন ব্রিটিশ নাগরিক’ রয়েছেন। সূত্র: বিবিসি
বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com