শিরোনাম
ইরাকি প্রধানমন্ত্রীকে পেয়েই ক্ষোভ উগড়ে দিলেন ট্রাম্প
প্রকাশ : ২২ মার্চ ২০১৭, ১৮:০৫
ইরাকি প্রধানমন্ত্রীকে পেয়েই ক্ষোভ উগড়ে দিলেন ট্রাম্প
হোয়াইট হাউজে ইরাকি প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে আমেরিকাসহ আন্তর্জাতিক সমাজের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরিত হয়। নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার এ সমঝোতার ঘোর বিরোধী। গত সোমবার হোয়াইট হাউজে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদিকে পেয়েই এ বিষয়ে ক্ষোভ উগড়ে দিলেন ট্রাম্প।


তিনি বলেন, “প্রেসিডেন্ট ওবামা কেন ইরানের সঙ্গে ওই চুক্তি সই করলেন? কারো পক্ষে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা সম্ভব হচ্ছে না। তবে আমার মনে হয়, আমরা একদিন এর কারণে খুঁজে পাবো।”


গত বছরের নভেম্বরের নির্বাচনী প্রচারাভিযানে ট্রাম্প একাধিকবার এই সমঝোতা ছিঁড়ে ফেলার হুমকি দেন। এই সমঝোতা যে ‘'এযাবতকালের সবচেয়ে খারাপ চুক্তি’' সেকথাও বলার সুযোগ হাতছাড়া করেননি ট্রাম্প।


২০১৫ সালের জুলাই মাসে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার বাস্তবায়ন ২০১৭ সালের জানুয়ারি মাসে শুরু হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে তার সরকারের পূর্ণ সমর্থনে এ সমঝোতা সই হলেও এখন পর্যন্ত ওয়াশিংটন এ সমঝোতায় নিজেদের দেয়া প্রতিশ্রুতিগুলো পুরোপুরি বাস্তবায়ন করেনি। সূত্র : রেডিও তেহরান


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com