শিরোনাম
বালিতে ভূমিকম্প, আতঙ্কিত পর্যটকরা
প্রকাশ : ২২ মার্চ ২০১৭, ১৩:৩২
বালিতে ভূমিকম্প, আতঙ্কিত পর্যটকরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইন্দোনেশিয়ার জনপ্রিয় অবকাশ যাপন কেন্দ্র বালি দ্বীপে ৫ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে অবকাশ যাপন কেন্দ্রটির হোটেলগুলোতে পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দৌড়ে হোটেল ছেড়ে রাস্তায় নেমে আসে। 

 

বুধবার সকালে বালি দ্বীপের দক্ষিণাঞ্চলে অবকাশযাপন কেন্দ্রের কাছে দ্বীপটির রাজধানী ডেনপাসার থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১১৮ কিলোমিটার গভীরে।

 

স্থানীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো বলেন, রাজধানী ডেনপাসারে পাঁচ সেকেন্ডব্যাপী শক্তিশালী কম্পন অনুভূত হয়।

 

দ্বীপের বাসিন্দা কার্লা বেহ্যারি টুইটারে লেখেন, নিঃসন্দেহে আজ সকালে বালিতে স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হয়েছে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, ভূমিকম্পে পাশের পর্যটন দ্বীপ লোম্বোকেও আতঙ্ক সৃষ্টি হয়। তবে জনপ্রিয় পর্যটন এলাকা কুতার হোটেল সায়াং মাহা মেরথার স্টাফ নিয়োমান পাসেক বলেন, এখন সবকিছু স্বাভাবিক হয়েছে।

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com