শিরোনাম
৯/১১ হামলা: সৌদির বিরুদ্ধে ৮০০ মার্কিনির মামলা
প্রকাশ : ২২ মার্চ ২০১৭, ০৯:২৯
৯/১১ হামলা: সৌদির বিরুদ্ধে ৮০০ মার্কিনির মামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

নাইন-ইলেভেনের সন্ত্রাসী হামলার ঘটনায় সৌদি আরবের কথিত ভূমিকার কথা তুলে ধরে প্রায় ৮০০ মার্কিন নাগরিক দেশটির বিরুদ্ধে মামলা করেছে। মঙ্গলবার ক্ষতিপূরণের দাবি জানিয়ে হতাহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে ম্যানহাটানের ফেডারেল আদালতে এ মামলা করা হয়।

 

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আত্মঘাতী বিমান হামলায় ধ্বংস করে দেয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা টুইন টাওয়ার। ওই হামলায় প্রায় তিন হাজার হাজার মানুষ নিহত হয়েছে। এ ঘটনাই বিশ্বজুড়ে নাইন-ইলেভেন হামলা নামে পরিচিত। জঙ্গি সংগঠন আল-কায়েদা এ হামলা চালিয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।

 

মামলার বাদিপক্ষ জানায়, হামলাকারীদের তহবিল এবং সমর্থন যুগিয়েছে সৌদি আরব। তাদের দাবি, দেশটির রাজপরিবার জড়িত না হলে নাইন-ইলেভেনের হামলা চালানো সম্ভব হতো না। ফলে এ ঘটনায় নিহত এবং আহতদের পুরোপুরি ক্ষতিপূরণ দিতে সৌদি আরব বাধ্য।

 

উল্লেখ্য, নাইন-ইলেভেনের ঘটনায় জড়িত ১৯ বিমান ছিনতাইকারীর ১৫ জনই সৌদি নাগরিক বলে দাবি করা হয় । প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধারণা করা হয়, তাদের কারো কারো সাথে সৌদি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের যোগসাজশ ছিল। সূত্র: ডেইলি মেইল

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com