
পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে সুইডেনের যোগদানে সম্মতি দিয়েছে হাঙ্গেরি। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির পার্লামেন্ট এ সম্মতি দেয়। এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সুইডেনের ন্যাটোতে সদস্যপদের জন্য হাঙ্গেরির পার্লামেন্টে ১৮৮ আইনপ্রণেতা সমর্থন দেয়। আর বিরোধিতা করেন ৬ জন; সব আইনপ্রণেতাই ভোট দেন।
সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টার্সসন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, আজ একটি ঐতিহাসিক দিন। ইউরো-আটলান্টিক নিরাপত্তার দায়িত্ব কাঁধে নিতে প্রস্তুত সুইডেন।
নানামুখী আলোচনা-সমালোচনার পর ন্যাটো জোটের সদস্য হতে গত বছর আনুষ্ঠানিক আবেদন করেছিল সুইডেন ও ফিনল্যান্ড। এর মধ্যদিয়ে দেশ দুটি কয়েক দশকের নিরপেক্ষতার নীতি ত্যাগ করে।
মূলত রাশিয়ার আগ্রাসনের ভয়ে সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোর সদস্য হতে চায়। নীতিগতভাবে স্টকহোমকে সমর্থন করলেও হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে নিয়ে সমালোচনার কারণে দেশটিকে ন্যাটো জোটে নিতে রাজি ছিল না হাঙ্গেরি। তবে, অবশেষে এ ধাপও পার করলো দেশটি।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]