ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে আইসিজের শুনানি শেষ
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০২
ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে আইসিজের শুনানি শেষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গাজায় ইসরায়েলের ৫৭ বছরের দখলদারিত্ব নিয়ে ৬ দিনের শুনানি শেষ করেছে আন্তর্জাতিক আদালত (আইসিজে)। ১৯ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের দ্য হেগে এ শুনানি শুরু হয়।


২৬ ফেব্রুয়ারি, সোমবার ১৫ বিচারপতি, ৫১ দেশ এবং ৩টি আন্তর্জাতিক সংস্থার যুক্তি উপস্থাপনের মাধ্যমে এ শুননি শেষ হয়।


শুনানির রায় দিতে আদালতের কয়েক মাস সময় লাগতে পারে। তবে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের কয়েক দশক ধরে দখলদারিত্বের বৈধতা নিয়ে যুক্তির চূড়ান্ত দিনের শুনানি ইসরায়েলের ওপর চাপ বাড়িয়েছে।


বিশিষ্ট আইনজীবীদের একটি দলসহ প্রতিনিধিরা বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের অধিকারের অপব্যবহার করেছে।


শুনানির শেষ দিনে তুরস্ক, স্পেন, আফ্রিকান ইউনিয়ন এবং অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের প্রতিনিধিরা ইসরায়েলের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করেছেন।


শুনানির দ্বিতীয় দিন আদালতটিতে ফিলিস্তিনের পক্ষে যুক্তি তুলে ধরেছিল বাংলাদেশ।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com