মায়ের কাছে হস্তান্তর নাভালনির মরদেহ
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২২
মায়ের কাছে হস্তান্তর নাভালনির মরদেহ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাশিয়ার বিরোধী নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সেই নাভালনির মরদেহ হস্তান্তর করা হয়েছে তার মায়ের কাছে। নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ শনিবার এক্সে এক পোস্টে একথা জানিয়েছেন। নাভালনির লাশ যারা ফিরে পাওয়ার দাবি করেছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন কিরা।


তবে লাশ হস্তান্তর হলেও কর্তৃপক্ষ পরিবারের ইচ্ছামতো লাশের অন্ত্যষ্টিক্রিয়া করা বা যে মর্যাদায় অন্ত্যষ্টিক্রিয়া হওয়া উচিত সেভাবে করতে দেবে কিনা তা জানেন না বলে কিরা জানিয়েছে।


কিরা জানান, শেষকৃত্যের আয়োজন এখনও বাকি। মরদেহ ফেরত পাওয়ার জোরালো দাবির জন্য নাভালনির সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নাভালনির মা। তবে নাভালনির লাশ কোথায় দাফন করা হবে তা নিয়ে কিছু বলা হয়নি।


গত সপ্তাহে ছেলের লাশ কোথায় আছে তা নিশ্চিত হতে কারাগারের কাছের শহরে গিয়েছিলেন নাভালনির মা উদমিলা। এরপর তিনি ছেলের লাশ ফেরত পাওয়ার দাবি জানান।


শুক্রবার তিনি বলেছিলেন, তাকে ছেলের লাশ দেখানো হয়েছে এবং রুশ কর্তৃপক্ষ গোপনে লাশ দাফনের জন্য চাপ দিচ্ছে। তাকে একটি মর্গে নেওয়া হয়েছিল। সেখানে তিনি ছেলের স্বাভাবিক মৃত্যু হয়েছে লেখা একটি মৃত্যুসনদে সই করেছেন বলেও জানান।


এরপর নাভালনির লাশ গোপনে দাফনের জন্য তাকে তিন ঘণ্টার আলটিমেটামও দেওয়া হয়। নাভালনির সহযোগীরা বলেছিলেন, বেঁধে দেওয়ার শর্তে পরিবার রাজি না হলে নাভালনির মরদেহ আর্কটিক সার্কেল পেনাল কলোনিতেই সমাহিত করা হবে বলে হুমকিও দিয়েছিল কর্তৃপক্ষ।


তবে নাভালনির মা লাশ দাফন নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কোনও আলোচনায় যাননি। নাভালনির স্ত্রী ইউলিয়া লাভালনায়ার দাবি, পুতিনের নির্দেশেই তার স্বামীকে হত্যা করা হয়েছে।


গত ১৬ ফেব্রুয়ারি আর্কটিকের কারাগারে বন্দি অবস্থায় মৃত্যু হয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সেই নাভালনির। এরপর ২০২০ সালের আগস্টে বিষপ্রয়োগের শিকারও হয়েছিলেন তিনি।


সূত্র: বিবিসি


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com