রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের সৈন্যদের ‘অসাধারণ প্রতিরোধের’ প্রশংসা করেছেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেন।
২৪ ফেব্রুয়ারি, শনিবার দেশটির উপর মস্কোর আগ্রাসন শুরুর দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষ্যে কিয়েভ সফরে এসে তিনি ইউক্রেন বাহিনীর এমন প্রশংসা করলেন।
ভন ডার লেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের দ্বিতীয় বার্ষিকী পালনে এবং মস্কো বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের জনগণের অসাধারণ প্রতিরোধ উদযাপন করতে আমি কিয়েভে এসেছি।
তিনি আরও বলেন, আমরা অন্য যে কোন সময়ের চেয়ে এখন আরো বেশি দৃঢ়ভাবে ইউক্রেনের পাশে রয়েছি। এক্ষেত্রে আমরা অর্থনৈতিক, সামরিক এবং নৈতিকভাবে কিয়েভের পাশে আছি। আমরা ততক্ষণ পর্যন্ত ইউক্রেনের পাশে আছি যতক্ষণ না দেশটি চূড়ান্তভাবে দখলমুক্ত হয়।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]