
স্পেনের ভ্যালেন্সিয়ায় এক অ্যাপার্টমেন্টের ১৪ তলায় অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির অগ্নিনির্বাপক ও ফরেনসিক কর্তৃপক্ষ। তারা জানায়, ধ্বংসাবশেষ থেকে ৯টি মৃতদেহ উদ্ধার করা গেলেও একজন নিখোঁজ রয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় স্পেনের পূর্বভাগে অবস্থিত ভ্যালেন্সিয়ায় অগ্নিকাণ্ডে ১৫ জন আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজন অগ্নিনির্বাপক কর্মী ছিলেন।
এ অগ্নিকাণ্ডের জন্য ভবনের বাইরের অংশে লাগানো ক্ল্যাডিংয়ের পাশাপাশি প্রচণ্ড বাতাসকে দায়ী করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা হয়। ১৪ তলা বিল্ডিংয়ে আগুন লাগার পর মুহূর্তেই তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ভবনটির আচ্ছাদনের উপাদানের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। যদিও পুরো ভবনই ভস্মীভূত হয়েছে।
আবাসিক ভবনটিতে মোট ১৩৮টি ফ্ল্যাট ছিল। যাতে বসবাস করতেন ৪শ’র বেশি বাসিন্দা। কি কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা জানতে এখনও তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]