নিউইয়র্কের পাতাল রেলে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে ব্রঙ্কসে সাবওয়ে-৯ পাতাল রেলে এ ঘটনা ঘটে।
ডাউন টাউনের দিকে যাওয়া ‘ডি’ ট্রেনে কয়েক ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়। উভয়ের মধ্যে শুরু হয় গোলাগুলি। এতে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হলে তাকে স্থানীয় সেন্ট বারনাবাস হাসাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রঙ্কসে পুলিশ জানায়, এ ঘটনার কারণ এখনও জানা যায়নি। বন্ধুকধারী পালিয়ে গেছে। এর ফলে ব্রঙ্কসের ডি ট্রেনের ১৮২-১৮৩ স্ট্রিট স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
নিউইয়র্ক পুলিশ ঘটনাটি তদন্ত করছে। পুলিশ বলছে, গোলাগুলির পর কালো ড্রেস পরিহিত তিন ব্যক্তিকে সাবওয়ে স্টেশন থেকে পালাতে দেখা গেছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]