শিরোনাম
মালয়েশিয়ায় আটক ৩৭ বাংলাদেশী শ্রমিক
প্রকাশ : ২১ মার্চ ২০১৭, ১৬:৫০
মালয়েশিয়ায় আটক ৩৭ বাংলাদেশী শ্রমিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

অবৈধ অভিবাসনের দায়ে ৩৭ বাংলাদেশীসহ ১৮৯ জন অবৈধ শ্রমিককে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ। মঙ্গলবার দেশটির সংবাদ মাধ্যম বার্নামা সংবাদ মাধ্যম জানায়, সারাওয়াক প্রদেশ থেকে ওই শ্রমিকদের আটক করা হয়।


বার্নামা জানায়, রবিবার মুকা শহরের বালিনজিয়ানের একটি নির্মাণাধীন সাইট থেকে অভিযান চালিয়ে এসব অবৈধ শ্রমিকদের আটক করা হয়। আটক অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে মালয়েশিয়ান কর্তৃপক্ষ।


ইমিগ্রেশন বিভাগের মুখপাত্র মাসপাউন বোলহাসান বলেন, তার বিভাগের উপপ্রধান রোসলিয়া কাসিমের নেতৃত্বে ভোর ৫টা এবং সকাল সাড়ে ৮টা নাগাদ ওই অভিযান চালানো হয়।


এক বিবৃতিতে বোলহাসান বলেন, বিভিন্ন অপরাধে ১৫৮ জন ইন্দোনেশিয়ান, ১২৭ জন চীনা, ৪৩ জন ভারতীয়, ৩৭ জন বাংলাদেশী, ৭ জন ফিলিপিনো, ১ জন লঙ্কান এবং ৩ জন স্থানীয় নাগরিককে আটক করা হয়েছে।


আটককৃতদের মধ্যে ১১৯ জন পুরুষ এবং ২ জন নারীর কাছে কোনো বৈধ ভ্রমণ নথি পাওয়া যায়নি বলেও জানান তিনি। ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ৬(১)(সি) অনুচ্ছেদ অনুযায়ী যা অপরাধ বলে গণ্য।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com