শিরোনাম
জিজ্ঞাসাবাদের মুখে ক্ষমতাচ্যুত পার্ক
প্রকাশ : ২১ মার্চ ২০১৭, ১৬:৩১
জিজ্ঞাসাবাদের মুখে ক্ষমতাচ্যুত পার্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইকে জিজ্ঞাসাবাদ করেছেন প্রসিকিউটররা। মঙ্গলবার সিউলে প্রসিকিউটরের সদর দফতরে এ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি।


সিউলে প্রসিকিউটরের দপ্তরে পৌঁছানোর পর পার্ক জনগণের কাছে ক্ষমা চেয়ে বলেন, আমি আন্তরিকভাবে এ তদন্ত কাজে সহযোগিতা করবো।


দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক বিগত ডিসেম্বর মাসে পার্লামেন্ট ভোটে অভিশংসিত হন। বড় ধরনের আর্থিক দুর্নীতির প্রশ্নে তাকে অপসারণের দাবিতে লাখ লাখ মানুষ রাজপথে নামার পর পার্লামেন্টে এ ভোট গৃহীত হয়।


চলতি মাসের প্রথমদিকে দক্ষিণ কোরিয়ার শীর্ষ আদালত তার অপসারণ নিশ্চিত করার পর এই নারী প্রেসিডেন্টের রাজনৈতিক কর্মজীবনের অবসান ঘটে।


এসময় পার্কের ঘনিষ্ঠ বন্ধু চই সুন-সিল রাজনৈতিক প্রভাব খাটিয়ে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বড় কোম্পানির কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করেছেন এমন অভিযোগের ব্যাপারে তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। ঘুষগ্রহণ ও দুর্নীতির মামলায় চইকে অভিযুক্ত করা হয়েছে। পার্কের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার ও ঘুষগ্রহণের একাধিক মামলা দায়ের করা হয়েছে।


এদিকে মঙ্গলবার পার্কের সমর্থকদের সিউলে তার বাড়ির বাইরে জড়ো হতে দেখা যায়।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com