হাসপাতালে ভর্তি প্রিয়াঙ্কা গান্ধী
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৯
হাসপাতালে ভর্তি প্রিয়াঙ্কা গান্ধী
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

হাসপাতালে ভর্তি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। শরীরে পানিশূন্যতার কারণে শুক্রবার হাসপাতালে ভর্তি করতে হয় তাকে। যে কারণে উত্তরপ্রদেশে ভাই রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নিতে পারেননি তিনি।


শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা বিহার থেকে উত্তর প্রদেশের চান্ডাউলিতে করছে। সেখানেই এই যাত্রায় যোগদান করার কথা ছিল প্রিয়াঙ্কার। কিন্তু অসুস্থতার কারণে তিনি যোগ দিতে পারছেন না। এর জন্য টুইটারে আক্ষেপ প্রকাশ করেছেন প্রিয়াংকা।


সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে প্রিয়াঙ্কা গান্ধী জানিয়েছেন, উত্তরপ্রদেশে ভাই রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার উত্তরপ্রদেশ প্রবেশের অপেক্ষায় ছিলাম। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। খানিকটা সুস্থ হলেই রাহুলের সঙ্গে যোগ দেব। ততক্ষণের জন্য ন্যায় যাত্রায় অংশগ্রহণকারীদের দূর থেকেই শুভেচ্ছা জানাচ্ছি। এত ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আমার ভাই এবং উত্তরপ্রদেশের সহকর্মীদের ধন্যবাদ।


উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধী রায়বরেলি থেকে প্রার্থী হতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই উত্তর প্রদেশে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় প্রিয়াঙ্কা গান্ধীর যোগদান বিশেষ তাৎপর্যপূর্ণ। রাহুলের এই ন্যায় যাত্রা ১৬ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর প্রদেশের ওপর দিয়ে যাবে। তারপর দু-দিন বিশ্রাম নিয়ে আবার ২৪ থেকে ২৫ ফেব্রুয়ারি যাত্রা করবে। হিন্দু বলয়ের প্রধান কেন্দ্র, সবচেয়ে বড় এই রাজ্যে রাহুলের ন্যায় যাত্রা কতটা সফল হয়, সেটাই দেখার বিষয়।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com