শিরোনাম
আফগান সরকার-তালেবান বৈঠকের খবর প্রত্যাখান
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৬, ১৬:২৬
আফগান সরকার-তালেবান বৈঠকের খবর প্রত্যাখান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফগানিস্তানে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা শান্তি আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে দেশটির সরকারের সাথে গোপন বৈঠকের খবর প্রত্যাখান করেছে তালেবান। বুধবার বিষয়টি নাকচ করে তারা জোর দিয়ে বলেছে, এ ব্যাপারে তাদের কঠোর নীতি অপরিবর্তিত আছে।


এর আগে মঙ্গলবার আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে বৃটেনের দি গার্ডিয়ান সংবাদপত্র জানায়, তারা সেপ্টেম্বর থেকে দোহায় দুই বার বৈঠক করেছে। সেখানে তালেবানের একটি রাজনৈতিক দপ্তর রয়েছে।


এছাড়া প্রেসিডেন্ট প্রাসাদ সূত্রের বরাত দিয়ে স্থানীয় টোলো টেলিভিশনের খবরে বলা হয়, কাতারের একটি বৈঠকে আফগানিস্তানের গোয়েন্দা প্রধান মোহাম্মাদ মাসুম স্টানেকজাই এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোহাম্মাদ হানিফ আতমার যোগ দিয়েছিলেন।


তবে এক বিবৃতিতে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আফগান সরকারের সাথে এ ধরনের কোনো আলোচনা বা বৈঠকের খবর প্রত্যাখান করেছেন। তিনি বলেন, ‘ইসলামিক আমিরাতের (তালেবানের অফিসিয়াল টাইটেল) প্রতিনিধিরা স্টানেকজাই বা অন্য কোনো কর্মকর্তার সাথে সাক্ষাত করেননি। আলোচনার ব্যাপারে আমাদের অবস্থানের কোনো পরিবর্তন নেই। এ ব্যাপারে আমাদের নীতি অত্যন্ত স্পষ্ট।’


সরকারের সাথে শান্তি আলোচনার পূর্ব শর্ত হিসেবে তালেবান আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেয়ার ওপর জোর দিয়ে আসছে।


গার্ডিয়ানের খবরে বলা হয়, আফগান সরকারের সাথে আলোচনায় মোল্লা আব্দুল মান্নান আকন্দ অংশ নিয়েছিলেন। তিনি হচ্ছেন তালেবানের প্রতিষ্ঠাতা ও দীর্ঘদিনের নেতা মোল্লা ওমরের ভাই। উল্লেখ্য, ২০১৩ সালে মোল্লা ওমর মারা যান।


তালেবানের এক কর্মকর্তার বরাত দিয়ে ওই সংবাদপত্রের খবরে আরো বলা হয়, কাতারে আফগান সরকার ও তালেবানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কূটনীতিকও উপস্থিত ছিলেন। সূত্র: রয়টার্স


বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com