শিরোনাম
জঙ্গি বিষয়ে ভারতকে বাংলাদেশের সতর্কতা
প্রকাশ : ২১ মার্চ ২০১৭, ১২:৫২
জঙ্গি বিষয়ে ভারতকে বাংলাদেশের সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে ব্যাপক হারে জঙ্গি অনুপ্রবেশ করছে, সম্প্রতি দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে এই তথ্য জানিয়ে সতর্কবার্তা পাঠিয়েছে বাংলাদেশ। এতে ভারতের জাতীয় নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠছে। মঙ্গলবার ভারতীয় প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়ায় এ খবর জানানো হয়।

 

বাংলাদেশ সরকারের প্রতিবেদনে দেখা যায়, ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার সীমান্ত এলাকায় জঙ্গি অনুপ্রবেশ তিনগুণ বেড়েছে। মূলত জঙ্গি সংগঠন হারকত-উল-জিহাদি-আল-ইসলামি ও জামায়াত-উল-মুজাহিদিন গোষ্ঠী থেকেই ভারতে জঙ্গিদের ভিড় বাড়ছে।

 

উল্লেখ্য, ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ-এর কাছে যেসব তথ্য রয়েছে, তাতে দেখা গেছে বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণে সরাসরি যোগ রয়েছে জঙ্গি সংগঠন জামায়াত-উল-মুজাহিদিনের।

 

বাংলাদেশ সরকারের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সীমান্তের রাজ্যগুলো দিয়ে দুই হাজার ১০ জন জঙ্গি ঢুকেছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ দিয়েই ঢুকছে ৭২০ জন জঙ্গি।  এদিকে, আসাম পুলিশ জানায়- গত ছয় মাসে আসামে ৫৪ জন জামায়াত-উল-মুজাহিদিন গোষ্ঠীর সদস্যকে আটক করা হয়।

 

উল্লেখ্য, আসাম, পশ্চিমবঙ্গের বেশ কয়েকজনকে ব্যবহার করে, জালপাসপোর্ট বানিয়ে এসব জঙ্গি ভারতে প্রবেশ করছে বলে জানা যায়। এছাড়া তারা নদীপথ এবং আসাম ও ত্রিপুরা সীমান্ত ব্যবহার করছে। পরে পশ্চিমবঙ্গের দিকে চলে যাচ্ছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া


বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com