শিরোনাম
এভারেস্টে আরোহণ: মিথ্যাচার রুখবে জিপিএস
প্রকাশ : ২১ মার্চ ২০১৭, ১২:১৮
এভারেস্টে আরোহণ: মিথ্যাচার রুখবে জিপিএস
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গত বছর মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠার দাবি করেছিলেন ভারতের দুই পর্বতারোহী। যদিও পরবর্তীতে চূড়ায় ওঠার তাদের সেই ছবি ভুয়া ছিল বলে অভিযোগ ওঠে। এরপর পর্বতারোহণের বিষয়ে তাদের ওপর ১০ বছরের নিষেধাজ্ঞা আরোপ করে নেপাল কর্তৃপক্ষ।

 

অনেকদিন ধরেই অভিযোগ, বিশ্বের সবচেয়ে উঁচু এই পর্বত মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ না করেই অনেক পর্বতারোহী এভাবেই মিথ্যাচার করছেন। এবার সেটি ঠেকানোর ব্যবস্থা নিচ্ছে নেপাল সরকার।

 

চলতি বছর যারা মাউন্ট এভারেস্টে আরোহণ করবেন, তাদের জিপিএস ট্র্যাকিং ডিভাইস দেয়া হবে। দেশটির কর্তৃপক্ষের দাবি, এতে কোনো পর্বতারোহী বিপদে পড়লে তাকে খুঁজে পাওয়া সহজ হবে। একই সাথে এভারেস্টের চূড়ায় না উঠেই অনেকে যে দাবি জানিয়ে থাকেন সেটিও এই যন্ত্র দিয়ে ধরে ফেলা যাবে।

 

দেশটির পর্যটন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বিষয়টি যদি এ বছর সফল হয় তাহলে আগামী বছর থেকেই পর্বতারোহীদের জন্য এ ধরনের যন্ত্র বহন বাধ্যতামূলক করা হবে।

 

বছরের এপ্রিল ও মে মাস হিমালয়ের বিভিন্ন পর্বতের চূড়ায় ওঠার মৌসুম। শত শত পর্বতারোহী প্রতিবছর এসময় নেপালে পাড়ি জমায়। সূত্র: বিবিসি

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com