পাকিস্তানে ৫৩ কেন্দ্রে পুনর্নির্বাচন, সংঘর্ষে নিহত ২
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩১
পাকিস্তানে ৫৩ কেন্দ্রে পুনর্নির্বাচন, সংঘর্ষে নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের খুশাব, কোহট ও ঘোটকির ৫৩ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত।


গত ৮ ফেব্রুয়ারি দেশটির সাধারণ নির্বাচনের দিন ওই সব অঞ্চলের কেন্দ্রগুলোতে সহিংসতার ঘটনা ঘটে। তখন বিক্ষুব্ধ জনতা ব্যালট পেপার ছিনতাই করে সেগুলো পুড়িয়ে দিয়েছিল। এর জেরে ওইদিন এসব কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে।


পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) জানিয়েছে, কোনো প্রকার বিরতি ছাড়াই বিকেল ৫টা পর্যন্ত পুনর্নির্বাচন চলে। পূর্ণাঙ্গ ফলাফল জমা দেওয়ার পরই এসব আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।


গত সপ্তাহে একটি ন্যাশনাল অ্যাসেম্বলি (এনএ) বা জাতীয় পরিষদ এবং দুইটি প্রাদেশিক বিধানসভা কেন্দ্রের কয়েকটি ভোটকেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিয়েছিল ইসিপি।


এদিকে পাকিস্তানের বেলুচিস্তানের হাব শহরে পুনঃনির্বাচনের সময়ে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে যা ২জনের মৃত্যু এবং অনেকের আহতও উল্লেখ করে।


সংবাদ ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভোট পুনঃগণনার সময়ে বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি) এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মধ্যে সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে দুজন নিহত এবং অন্যত্র অন্তত ১৩ জন আহত হয়েছেন।


প্রতিবেদনে উল্লিখিত হয়েছে, বেলুচিস্তানের হাব শহরে পার্টি সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে উভয় দলের সমর্থকরা অবস্থান নেয় এবং তাদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময়ে গুলি ছোড়া হয় এবং একজন প্রাণহানি ঘটে।


কর্মকর্তারা জানিয়েছেন, হাব আসনে (পিবি-২১) বেসরকারি ফলাফল অনুসারে ৩০ হাজার ৯১০ ভোট পেয়ে বিএপির প্রার্থী সরদার মোহাম্মদ সালেহ ভুতানি নিজেকে বিজয়ী দাবি করেন। আসনটিতে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন পিপিপির প্রার্থী আলী হাসান জেহরি। তিনি এ ফলাফলকে চ্যালেঞ্জ করে পুনরায় ভোট গণনার দাবি করেন। তার অভিযোগের ভিত্তিতে কমিশন পুনরায় ফলাফল গণনার নির্দেশ দেন।


নির্বাচন কমিশনের এ নির্দেশের পর ফলাফল পুনরায় গণনা শুরু হয়। এ সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে উভয় দলের সমর্থকরা অবস্থান নেয়। প্রথম ধাপে ৯টি কেন্দ্রের ভোট পুনরায় গণনা করা হয়। তবে অন্যান্য ৩০ কেন্দ্রের ভোট পুনরায় গণনার সময়ে স্বাস্থ্যগত জটিলতার কারণে অফিসারকে হাসপাতালে নেয়া হয়।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com