শিরোনাম
‘নপুংসক আইন যৌন অপরাধ দমন করবে’
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৬, ১৬:০৭
‘নপুংসক আইন যৌন অপরাধ দমন করবে’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইন্দোনেশিয়া শিশু যৌন নির্যাতনকারীদের রাসায়নিকভাবে নপুংসক করার যে নীতি নিয়েছে তাতে যৌন অপরাধ পুরোপুরি নির্মূল হতে পারে। এমনটিই দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো।

 

প্রেসিডেন্ট উইদোদো বলেন, ইন্দোনেশিয়া মানবাধিকারকে সম্মান করে। তবে যৌন নির্যাতনকারীদের শাস্তির বিষয়ে কোনো আপস হতে পারে না।

 

উইদোদো বলেন, যৌন নিপীড়কদের যেন সর্বোচ্চ সাজা হয় সে বিষয়টি আমরা দেখব। যদি রাসায়নিকভাবে একজন অত্যাচারীকে নপুংসক করে দেয়া হয় তাহলে সময়ের সাথে সাথে যৌন অপরাধ কমে যাবে এবং একসময় সেটি পুরোপুরি দমন হয়ে যাবে।  

 

ইন্দোনেশিয়ায় চৌদ্দ বছর বয়সী এক কন্যাশিশুকে গণধর্ষণ ও হত্যার ঘটনার পর চলতি মাসের শুরুতে শিশু নির্যাতনকারীদের নপুংসক করার একটি আইন পাশ করে দেশটি। সংসদে তুমুল বিতর্কের বিষয় ছিল এই আইনটি।

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com