দিল্লির ৮টি মেট্রো স্টেশনের গেট বন্ধ
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৭
দিল্লির ৮টি মেট্রো স্টেশনের গেট বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রতিশ্রুতি রক্ষা না করায় কেন্দ্রে আসীন বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন ভারতের কৃষকেরা। কৃষক আন্দোলনের ফলে যাতে রাজধানীর মেট্রো পরিষেবা বিঘ্নিত না হয় সেজন্য দিল্লি মেট্রোর আটটি স্টেশনের একাধিক গেট বন্ধ করে দেয়া হয়।


মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে ১৪৪ ধারা ভেঙে দিল্লি অভিমুখে পদযাত্রা শুরু করেছেন কৃষকরা।


প্রতিবেদনে আরও জানিয়েছে, দিল্লি অভিমুখে কৃষকরা পদযাত্রা শুরু করায় রাজীব চক, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক, উদ্যোগ ভবন, জনপথ এবং বারাখাম্বা রোডসহ বেশ কয়েকটি মেট্রো স্টেশনের একাধিক গেট বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে একজন কর্মকর্তা। তবে স্টেশনগুলো পুরোপুরি বন্ধ করে দেয়া হয়নি। অন্যান্য গেট দিয়ে যাত্রীরা যাতায়াত করেছেন।


সরকারি সূত্র জানিয়েছে, নিরপত্তার জন্য পুলিশের নির্দেশে গেটগুলো বন্ধ করা হয়।


বিক্ষোভকারী কৃষকদের দিল্লিতে প্রবেশে বাধা দিতে গাজিপুর, সিংগু এবং টিকরিসহ বেশ কয়েকটি সীমান্ত পয়েন্টে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com