
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি হাসপাতালের জরুরি কক্ষে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাড়ির ধাক্কায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। খবর এএফপি’র।
ফেসবুকে পোস্ট করা এক বার্তায় অস্টিন-ট্র্যাভিস কাউন্টি জরুরি চিকিৎসা সার্ভিস জানায়, স্থানীয় সময় সাড়ে ৫টার দিকে রাজ্যের রাজধানী সেন্ট ডেভিড নর্থ অস্টিন মেডিকেল সেন্টারে গাড়িটির চাপায় এক শিশু এবং প্রাপ্তবয়স্ক এক ব্যক্তি গুরুতর আহত হয়।
কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন নিউজ আউটলেট পরিবেশিত খবরে বলা হয়, গাড়ির চালক ঘটনাস্থলেই প্রাণ হারায়।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে অস্টিন পুলিশ বিভাগ জানিয়েছে, সেখানে সাধারণ জনগণের ক্ষেত্রে কোন হুমকি ছিল না।
কাউন্টি ইএমএস জানায়, আহতদের মধ্যে চারজনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজনকে সেন্ট ডেভিডের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, হাসপাতালটি জরুরি রোগীদের জন্য খোলা থাকলেও অ্যাম্বুলেন্স পরিবহন বন্ধ ছিল।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]