আবারও হাসপাতালে মাহাথির মোহাম্মদ
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫০
আবারও হাসপাতালে মাহাথির মোহাম্মদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইনফেকশনে আক্রান্ত হয়ে আবারও হাসপাতালেভর্তি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন তিনি।


মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তার কার্যালয় এ তথ্য জানায়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।


বিবৃতিতে বলা তার কার্যালয় জানায়, মাহাথির মোহাম্মদ কোনো একটি ইনফেকশনে ভুগছেন। যার কারণে তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি হতে হয়েছে। তবে কী ধরনের সংক্রমণ তা প্রকাশ করা হয়নি।


কয়েক বছর ধরেই হার্টের সমস্যার কারণে বার বার হাসপাতালে ভর্তি হতে হয়েছে ৯৮ বছরবয়সী এই নেতাকে। তাকে ২০২১ ও ২০২২ সালেও হৃদরোগের জটিলতায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তার বাইপাস সার্জারিও রয়েছে।


মাহাথির ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। এরপর ২০১৮ সালে ৯২ বছর বয়সে সংস্কারবাদী জোটের প্রধান হিসেবে ক্ষমতায় ফিরে আসেন। কিন্তু অন্তর্দ্বন্দ্বের কারণে ২০২০ সালে সেই প্রশাসন ভেঙে পড়ে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com