কৃষক আন্দোলন ঠেকাতে এক মাসের জন্য দিল্লিতে ১৪৪ ধারা
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৬
কৃষক আন্দোলন ঠেকাতে এক মাসের জন্য দিল্লিতে ১৪৪ ধারা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টির জন্য আইনসহ একাধিক দাবি নিয়ে ফের আন্দোলনে নেমেছেন ভারতের কৃষকরা। এরই অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (১৩ feফফেব্রেুফয়ারি) দিল্লি চলো অভিযানের ডাক দিয়েছেন তারা।


এই আন্দোলন ঠেকাতে সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে আগামী ১২ মার্চ পর্যন্ত দিল্লি জুড়ে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। হরিয়ানাতেও একাধিক জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও।


কৃষকদের দাবি, ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি নিয়ে কেন্দ্রীয় সরকারকে আইন করতে হবে। সেই আইন অনুসারে প্রতিবছর প্রধান ফসলের ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করতে হবে সরকারকে। কৃষকদের ঋণ মাফ করতে হবে। কৃষকদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করতে হবে।


এর আগে ২০২১ সালে কৃষকেরা পুলিশ ও প্রশাসনের যাবতীয় অবরোধ সরিয়ে দিয়ে দিল্লি সীমান্তে এসে প্রতিবাদ করেছিলেন। তাদের সেই প্রতিবাদ এক বছর স্থায়ী হয়েছিল। সেসময় কৃষকদের দাবি মেনে তিনটি কৃষি আইন প্রত্যাহার করে নিতে বাধ্য হয় মোদি সরকার।


এবার দুইশটি কৃষক সংগঠন ‘দিল্লি চলো’ ডাক দিয়েছে। পাঞ্জাব ও হরিয়ানা থেকে তাদের সেই যাত্রা শুরু হওয়ার কথা মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি। কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে আজ সোমবার আলোচনায় বসছে কেন্দ্রীয় সরকার। সেই আলোচনা ভেস্তে গেলে দিল্লি অভিযান করার ব্যাপারে কৃষক সংগঠনগুলি বদ্ধপরিকর।


আর তাদের থামাবার জন্য যাবতীয় ব্যবস্থা নিয়েছে, হরিয়ানা ও কেন্দ্রীয় সরকার। দিল্লির সিঙ্ঘু, টিকরি ও গাজিয়াবাদ সীমানা বন্ধ করে দেয়া হয়েছে। সেখানে রাস্তায় বড় বড় পাথর ও সিমেন্টের চাঙড় ফেলা হয়েছে। তার সামনে সিমেন্ট দিয়ে মোটা মোটা লোহার পেরেক বসানো হয়েছে। লাগানো হয়েছে কাঁটাতারের বেড়া।


দিল্লিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যাবতীয় প্রতিবাদ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দিল্লিতে কোনো ট্রাক্টর ঢুকতে দেয়া হবে না। ট্রাকে করে মানুষকেও ঢুকতে দেওয়া হবে না বলে প্রশাসন জানিয়েছে। এমনকি বিয়ে ও শেষকৃত্যের অনুষ্ঠানের জন্যও অনুমতি নিতে হবে। সেখানেও কোনো লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। উত্তরপ্রদেশ ও হরিয়ানা থেকে আসা গাড়িগুলি খুব ভালো করে তল্লাশি করে দেখা হবে।


দিল্লিতে প্রচুর লোহার ব্যারিকেডও বসানো হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে জলকামান। কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। কৃষকেরা যাতে কোনোভাবে দিল্লিতে ঢুকতে না পারে, তার জন্য পুলিশ একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। এছাড়া হরিয়ানায় সব পেট্রোল পাম্পকে নির্দেশ দেয়া হয়েছে, ট্রাক্টরে ১০ লিটারের বেশি ডিজেল দেয়া যাবে না। হরিয়ানায় দুইটি স্টেডিয়ামকে অস্থায়ী জেল হিসাবে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে কৃষকদের এখানে আটক করে রাখা হবে। পাঞ্জাব থেকে দিল্লি পর্যন্ত প্রচুর জায়গায় রাস্তা আটকে দেয়া হচ্ছে।


পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মান বলেছেন, পাকিস্তানের সীমান্তেও এতটা কড়াকড়ি থাকে না, যতটা কৃষকদের আটকাতে করা হয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com