শিরোনাম
খুলছে পাক-আফগান সীমান্ত
প্রকাশ : ২০ মার্চ ২০১৭, ১৮:১৭
খুলছে পাক-আফগান সীমান্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিগত একমাস বন্ধ রাখার পর শিগগিরই পাক-আফগান সীমান্ত খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সোমবার এ নির্দেশে দেন তিনি।


প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে পাক গণমাধ্যম ডনের খবরে বলা হয়, দুই দেশ যেহেতু ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক উপভোগ করে তাই স্বদিচ্ছার নিদর্শনস্বরূপ এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।


নওয়াজ আরো বলেন, তিনি আশা করেন যে কারণে সীমান্ত বন্ধ রাখা হয়েছিল তা দূরীকরণে আফগান সরকার পদক্ষেপ নেবে। ‘আফগানিস্তানের টেকসই শান্তি এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেন তিনি।


উল্লেখ্য, গত মাসে পাকিস্তানের লাল শাহবাজ কালান্দার মাজারে প্রাণঘাতী বোমা হামলার পর আফগান সীমান্তবর্তী সকল সীমান্ত ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পাক সরকার।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com