শিরোনাম
দামেস্কে সরকারি বাহিনীর বিমান হামলা
প্রকাশ : ২০ মার্চ ২০১৭, ১৭:৫৩
দামেস্কে সরকারি বাহিনীর বিমান হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দামেস্কের পূর্বাঞ্চলে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে সোমবার প্রচণ্ড বিমান হামলা শুরু করেছে সরকারি বাহিনী। একটি মানবাধিকার সংস্থা একথা জানিয়েছে। রবিবার বিদ্রোহীদের হামলার পর সোমবার ভোর থেকে পাল্টা হামলা শুরু করল বাশার বাহিনী।


ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আব্দেল রহমান বলেন, ‘ভোর থেকে বিদ্রোহীদের অধিকৃত জোবারে প্রচণ্ড বিমান হামলা শুরু হয়েছে।’ তিনি আরো বলেন, ‘গতকাল যে বিরোধী পক্ষগুলো হামলা চালিয়েছিল সরকার ও তার মিত্র বাহিনী তাদের ওপর হামলা শুরু করেছে।’


রোববার ভোরে পূর্বাঞ্চলীয় জোবার এলাকার সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে ফাতেহ আল-শাম ফ্রন্টের নেতৃত্বে বিদ্রোহী ও জিহাদিরা হামলা শুরু করে। এরপর তারা পাশের আব্বাসিদ স্কোয়ার এলাকায় ঢুকে পড়ে। দুই বছরের মধ্যে প্রথমবারের মতো বিদ্রোহীরা আব্বাসিদ স্কোয়ারে প্রবেশ করে। কিন্তু সন্ধ্যার পর সরকারি বাহিনীর প্রচণ্ড হামলার মুখে তারা পিছু হটতে বাধ্য হয়।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com