শিরোনাম
স্পেসএক্সের কার্গো যান ড্রাগন ক্যাপসুল ফিরেছে
প্রকাশ : ২০ মার্চ ২০১৭, ১৭:২৯
স্পেসএক্সের কার্গো যান ড্রাগন ক্যাপসুল ফিরেছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পুনরায় ব্যবহারযোগ্য স্পেসএক্সের কার্গো যান ড্রাগন ক্যাপসুল নিরাপদে পৃথিবীতে ফিরেছে। এটি রবিবার প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। এর মধ্যদিয়ে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (আইএসএস) নভোচারীদের কাছে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ মিশন শেষ হলো।


ড্রাগন ক্যাপসুল নামের এ কার্গো যানে করে ২৩ফেব্রুয়ারি নাসার নভোচারীদের জন্য দুই মেট্রিক টনেরও বেশী খাদ্য সামগ্রী এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতি সরবরাহের পর প্রায় এক মাস ধরে এটি মহাকাশ কেন্দ্রে ভেড়ানো অবস্থায় ছিল। যানটি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ছেড়ে আসার আগে মহাকাশের মাইক্রোগ্র্যাভিটি অবস্থার ব্যাপারে চালানো পরীক্ষার গবেষণা নমুনা এবং নষ্ট পুরাতন যন্ত্রপাতি এ কার্গো যানে তুলে দেন নভোচারীরা। এসবের ওজন ছিল প্রায় ৪০০ পাউন্ড।


গ্রিনিচ মান সময় ০৯০০ টায় যানটি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে রওনা হয়ে গ্রিনিচ সময় ১৬০০ টার কিছু সময় আগে এটি মেক্সিকো উপকূলে অবতরণ করে।


ফরাসি নভোচারী থমাস পাসকুয়েট টুইটারে এক বার্তায় কার্গো যান ড্রাগনকে সোমবার তাদের বিদায় জানানোর কথা জানিয়েছেন। নভেম্বরে মহাকাশ কেন্দ্রে পৌঁছানো ছয় নভোচারীর একজন ছিলেন তিনি।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com