সৌদি আরবে ১৯ হাজার অভিবাসী গ্রেফতার
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ১৮:৪২
সৌদি আরবে ১৯ হাজার অভিবাসী গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আবাসন, কাজ ও সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অপরাধে এক সপ্তাহে ১৯ হাজার ৩২১ জন অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি কর্তৃপক্ষ। শনিবার (২৭ জানুয়ারি) সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানায়।


সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আবাসন আইন ভাঙার অপরাধে সর্বোচ্চ ১১ হাজার ৪২৭ জন গ্রেফতার হয়েছেন। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে গিয়ে গ্রেফতার হয়েছেন ৪ হাজার ৬৯৭ জন। এ ছাড়া কাজ-সম্পর্কিত অপরাধে ৩ হাজার ১৯৭ জন গ্রেফতার হয়েছেন। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সীমান্ত পাড়ি দিতে গিয়ে সর্বোচ্চ গ্রেফতার হয়েছেন ইয়েমেন, ইথিওপিয়ার লোকজন। অন্যান্য দেশের লোক মাত্র ২ শতাংশ।


এছাড়া আরও ১৯৩ জন সৌদি থেকে প্রতিবেশী দেশে পাড়ি দেওয়ার চেষ্টার সময় ধরা পড়ে এবং এসব কাজে সহায়তার জন্য আরও ১১ জনকে আটক করা হয়েছে।


সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তিদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা দিতে হবে। একই সঙ্গে তাদের যানবাহন এবং সম্পদও বাজেয়াপ্ত করা হবে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com