
ইউক্রেনের খারকিভ শহরে কয়েকটি ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ১৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিহুবভ বলেন, মঙ্গলবার (১৬ জানুযারি) রাতে দুটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র ইউক্রেনের দ্বিতীয় বড় শহরের কেন্দ্রে কয়েকটি ভবনে আঘাত হানে। ১৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
টেলিগ্রামে এক পোস্টে তিনি বলেন, দুই নারীর অবস্থা গুরুতর।
খারকিভের গভর্নর ইহর তেরেখোভ বলেন, ক্ষেপণাস্ত্র আঘাত করা স্থানগুলোতে কোনো সামরিক স্থাপনা ছিল না। সেখানে বাসস্থান ছিল।
টেলিগ্রামে তিনি লেখেন, ১০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী দল কাজ করছে। সেখানে অনেক পরিমাণে ধ্বংসাবশেষ রয়েছে।
ইউক্রেনের জরুরি পরিষেবা সংস্থা বলছে, ক্ষেপণাস্ত্রগুলোর একটি একটি তিনতলা ভবনে আঘাত করে। সেখানে আগে একটি মেডিকেল সেন্টার ছিল।
খারকিভের অবস্থান রাশিয়ার ৩০ কিলোমিটার দূরত্বে। ২০২২ সালে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর শহরটি বারবার হামলার শিকার হয়েছে। সূত্র: আল জাজিরা
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]