
দক্ষিণ কোরিয়াকে ‘প্রধান শত্রু’ হিসেবে গণ্য করতে সংবিধান পরিবর্তনের আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, যুদ্ধ বাধলে সেটি এড়াতে ইচ্ছুক নয় তার দেশ।
উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার বলেন, দক্ষিণ কোরিয়াকে প্রধান শত্রু হিসেবে উত্তর কোরীয়দের কাছে পরিচিত করে তুলতে ও দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়ার ভূখণ্ডকে আলাদা করে নির্ধারণ করার জন্য সংবিধান সংশোধন করা উচিত।
কিম হুঁশিয়ারি দিয়ে বলেন, উত্তর কোরিয়ার ভূখণ্ডের শূন্য দশমিক শূন্য শূন্য এক মিলিমিটার ভূমিও লঙ্ঘিত হলে পদক্ষেপ নেওয়া হবে। তাছাড়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে সহযোগিতা ও পুনঃএকত্রীকরণ সংস্থাগুলোকে বাতিল করেছেন কিম জং উন।
তিনি আরও বলেছেন, পিয়ংইয়ং দুই দেশের ডি ফ্যাক্টো সামুদ্রিক সীমানা স্বীকৃতি দেবে না।
উত্তর কোরিয়ার পার্লামেন্ট সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির ভাষণে কিম এসব কথা বলেন।
কিম অভিযোগ করে বলেন, দক্ষিণ কোরিয়া শোষণের মাধ্যমে একত্রীকরণ ও শাসনব্যবস্থার পতন ঘটাতে চাইছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]