ব্রাজিলে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১১ জনের প্রাণহানি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ২১:৪৩
ব্রাজিলে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১১ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ব্রাজিলের রিও ডি জেনিরোতে ভারী বৃষ্টি ও ভূমিধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। বৃষ্টিতে শহরের রাস্তা, মেট্রোলাইন ও ঘরবাড়ি ডুবে যায়। পানির ঢলের ধাক্কায় বহু গাছ উপড়ে পড়ে ও ভূমিধস হয়। এছাড়া পরিস্থিতি বিবেচনায় রাজ্যটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।


রবিবার (১৪ জানুয়ারি) রাতে প্রবল বৃষ্টিতে রিও ডে জেনিরো শহরের রাস্তাগুলো তলিয়ে গিয়ে নদীর রূপ নেয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।


১৫ জানুয়ারি, সোমবার এক প্রতিবেদনে রয়টার্স জানায়, ব্রাজিলের সবচেয়ে পরিচিত শহরটির প্রধান প্রধান সড়কের অন্যতম অ্যাভেনিদা ডি ব্রাজিলে পানি গাড়ির ছাদ পর্যন্ত পৌঁছে যায়। আকস্মিক এ বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়। ঢলের তোড়ে নদীতে গাড়ি পড়ে এক নারী নিখোঁজ হন। এছাড়া বহু লাইনে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। আর ট্র্যাক তলিয়ে যাওয়ায় মেট্রো স্টেশনগুলোও বন্ধ রাখা হয়।


ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, স্থানীয় সময় রবিবার রাতে প্রবল বৃষ্টিতে রিও ডে জেনিরো শহরের রাস্তাগুলো তলিয়ে গিয়ে নদীর রূপ নেয়। বৃষ্টিতে শহরের রাস্তাগুলো রাজ্যের রাজধানী শহরের মেট্রোলাইন ও স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি ডুবে যায়। পানির ঢলের তোড়ে বহু গাছ উপড়ে পড়ে ও ভূমিধস হয়।


রিওর মেয়র এদুয়ার্দো পাইস শহরে জরুরি অবস্থা ঘোষণা দিয়েছেন। নগরীর কিছু অংশে মাত্র ২৪ ঘণ্টায় পুরো জানুয়ারি মাসের সমপরিমাণ বৃষ্টি হয়েছে। বাসিন্দাদের বাড়ি থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এতে জরুরি বিভাগের কর্মীদের পক্ষে উদ্ধার অভিযান চালানো সহজ হবে বলে মনে করছেন তিনি।


ব্রাজিলের প্রেসিডেন্ট লুয়িজ ইনাসিও লুলা দ্য সিলভার কেন্দ্রীয় সরকার সহায়তা পাঠানোর কথা জানিয়েছে। দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, রিও ডি জেনিরো রাজ্যের আটটি শহর ভূমিধসের প্রবল ঝুঁকিতে আছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com