শিরোনাম
২০৭০ সালে ইসলাম হবে বৃহত্তম ধর্ম
প্রকাশ : ১৮ মার্চ ২০১৭, ১৪:৪১
২০৭০ সালে ইসলাম হবে বৃহত্তম ধর্ম
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি মানুষ খ্রিস্টধর্ম পালন করেন। অন্যদিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম। তবে চলতি ধারা অব্যাহত থাকলে তার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে পিউ রিসার্চ সেন্টার।

 

সর্বশেষ গবেষণায় প্রতিষ্ঠানটি জানায়, ২০৭০ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বেশি মানুষের ধর্ম। ২০১০ সালে পৃথিবীর সবচেয়ে বড় মুসলমান গোষ্ঠী বাস করতো ইন্দোনেশিয়ায়। কিন্তু ২০৫০ সালে বেশি মুসলমান হবে ভারতে। তবে এটি তখনো একটি হিন্দুপ্রধান দেশ হিসেবে থাকবে। 

 

এসময় যুক্তরাজ্য ও ফ্রান্সে খ্রিস্টান জনগোষ্ঠী ৫০ শতাংশের নিচে নেমে আসবে। যুক্তরাষ্ট্রে ২০৫০ সালের মধ্যে প্রতি ৫০ জনের একজন হবে মুসলমান।

 

অন্যদিকে, ২০৫০ সালে ইউরোপে মোট জনগোষ্ঠীর ১০ শতাংশ হবে মুসলিম। পৃথিবীর প্রতি ১০ জন খ্রিস্টানের মধ্যে চারজন বাস করবে সাব-সাহারা আফ্রিকার দেশগুলোতে। সূত্র: বিবিসি

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com