
ভারতে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘণ্টায় নতুন করে মরণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৬১ জন, মৃত্যু হয়েছে ১২ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, দেশে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৪,৩৩৪ জন। দেশে কোভিডের সাব-ভ্যারিয়েন্ট জেএন ওয়ানের সংখ্যা ক্রমশ বাড়ছে। এই সময় এই নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৫৪১ জন। এদের মধ্যে প্রায় অর্ধেকই কেরালা থেকে পাওয়া গিয়েছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গত ৫ ডিসেম্বর থেকেই করোনার এই বাড়বাড়ন্ত লক্ষ্য করা গিয়েছে। এর অন্যতম প্রধান কারণ হল শীতের মৌসুম। নতুন সাব ভ্যারিয়েন্ট প্রথম পাওয়া গিয়েছিল ভারতের কেরালা রাজ্যে। পরে তা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে। কেরালাতেই করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার খবর বেশি মিলছে। তবে এখনই আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]