
ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনী উত্তর কোরিয়ার সরবরাহকৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং লঞ্চার ব্যবহার করেছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এতে বলা হয়, বিষয়টিকে রাশিয়ার প্রতি পিয়ংইয়ংয়ের সমর্থন-সম্পর্কিত ‘উল্লেখযোগ্য’ এবং ‘উদ্বেগজনক’ পরিস্থিতি বলে অভিহিত করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি।
তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করবে এবং অস্ত্র হস্তান্তরে যারা কাজ করছে তাদের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করবে।
তবে উত্তর কোরিয়ার কাছ থেকে সামরিক সহযোগিতা নেয়ার অভিযোগ অস্বীকার করেছে মস্কো।
এদিকে হোয়াইট হাউসের অভিযোগের কয়েক ঘণ্টা পর, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দেশে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যানের উৎপাদন বাড়ানোর কথা জানিয়েছেন।
উত্তর কোরীয় এই নেতা গত বছরের সেপ্টেম্বরে ‘সম্ভাব্য সামরিক সহযোগিতা’ নিয়ে আলোচনা করতে রাশিয়া সফর করেন।
মার্কিন যুক্তরাষ্ট্র এর আগেও রাশিয়াকে অস্ত্র সরবরাহের জন্য পিয়ংইয়ংকে অভিযুক্ত করেছে। তবে এই প্রথম মার্কিন গোয়েন্দারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র-সেলফ গেইডেড মিসাইল সম্পর্কে বিস্তারিত তথ্য জানাল, যা ৯০০ কিলোমিটার (৫০০ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]