শিরোনাম
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া মুখ্যমন্ত্রী
ইসলামাবাদের রাস্তা হয়েছে বাংলাদেশের টাকায়
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৬, ২১:৫৯
ইসলামাবাদের রাস্তা হয়েছে বাংলাদেশের টাকায়
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের চট্টগ্রামের পাটকল থেকে আসা আয়ের টাকায় ইসলামাবাদের রাস্তা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী পারভেজ খাত্তাক।


পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয় গত শনিবার পাকিস্তানের হরিপুর, ঘাজি ও হাবিলিয়ান এলাকায় বিভিন্ন সমাবেশে তিনি এ কথা বলেন।


পারভেজ খাত্তাক বলেন, শেখ মুজিবুর রহমান ঠিকই বলেছিলেন, পশ্চিম পাকিস্তানের রাজনীতিকেরা বাঙালিদের সম্পদ লুণ্ঠন করে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছিলেন। বর্তমানে বাংলাদেশে দ্রুত উন্নতি হচ্ছে। কারণ দেশটিতে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এখন অল্প কিছু উন্নয়নশীল রাষ্ট্রের মধ্যে একটি।


তিনি পাকিস্তানের সমাজ ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত করার জন্য রাজনীতিবিদদের দায়ী করেন।


খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, রাজনীতিবিদেরা দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে দেশের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অনেক ক্ষতি করেছেন। তারা সরকারি বিভাগের মাধ্যমে জনকল্যাণমূলক কাজ করতে গিয়ে সেখান থেকে ‘কমিশন’ আত্মসাৎ করেন।


তিনি বলেন, আমাদের শত্রু রাষ্ট্র ভারতও গত ৭০ বছরে এতখানি ক্ষতি করতে সমর্থ হয়নি, যতটা ক্ষতি পাকিস্তানি রাজনীতিবিদেরা বাংলাদেশের করেছেন।


এসব মন্তব্য করায় পাকিস্তানের কয়েকজন রাজনীতিবিদ পারভেজ খাত্তাকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার দাবি জানিয়েছেন। ওই প্রদেশের পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) সংসদ সদস্য আওরঙ্গজেব খান নালোথা বলেন, পারভেজ খাত্তাকের বক্তব্য পাকিস্তানের সংবিধানের লঙ্ঘন। তার বক্তব্যে প্রমাণিত হয়েছে, তিনি পাকিস্তানকে সমর্থন করেন না।


বিবার্তা/মনোজ/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com