শিরোনাম
পাকিস্তানে ফের আরেকটি বিস্ফোরণ, পুলিশসহ নিহত ৫
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০১:২১
পাকিস্তানে ফের আরেকটি বিস্ফোরণ, পুলিশসহ নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানে ফের একটি বিস্ফোরণে পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৫ জন নিহত হয়েছে। দ্বিতীয় বিস্ফোরণটি খাইবার পাখতুনখাওয়ার হাঙু শহরের একটি মসজিদে হয়।


আল জাজিরার খবরে বলা হয়, প্রতিবেশি রাজ্য বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় একটি মসজিদের কাছে বিস্ফোরণে ৫২ জন নিহত হয়। আহত হন ৫০ জনের বেশি। এই ঘটনার কিছুক্ষণ পরেই দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে।


২৯ সেপ্টেম্বর, শুক্রবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মিছিলের প্রস্তুতি নেয়ার সময় প্রথম বিস্ফোরণ হয়।


পুলিশের সন্দেহ, এটি আত্মঘাতী বোমা হামলা ছিল।


দ্বিতীয় বিস্ফোরণ নিয়ে উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, ৩০ থেকে ৪০ জন মুসল্লি মসজিদে জুমার জামায়াত আদায়ে সমবেত হয়েছিলেন। সেই সময় বিস্ফোরণ ঘটে।


উদ্ধারকারী ১১২২ এর ‍মুখপাত্র বিলাল ফায়জি বলেন, বিস্ফোরণে অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের ফলে মসজিদের ছাদ ধসে পড়েছে।


বিবার্তা/লিমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com