শিরোনাম
সন্ত্রাসের আঁতুড়ঘর ভারতের প্রতিবেশী রাষ্ট্র: মোদি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৬, ২১:৫৬
সন্ত্রাসের আঁতুড়ঘর ভারতের প্রতিবেশী রাষ্ট্র: মোদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ব্রিকস সম্মেলনে পাকিস্তানকে আক্রমণ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের প্রতিবেশী দেশই সন্ত্রাসবাদের আঁতুড়ঘর। যারা জঙ্গিদের আশ্রয় দেয়, সমর্থন করে, তারা জঙ্গিদের মতোই বিপজ্জনক।


রবিবার গোয়ায় আয়োজিত ব্রিকস সম্মেলনে ব্রাজিল, রাশিয়া, চীন এবং দক্ষিণ আফ্রিকার সামনে সন্ত্রাস ইস্যুতে তিনি এ মন্ত্য করেন।


মোদি বলেন, এই অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও আর্থিক উন্নয়নের বাধা হচ্ছে সন্ত্রাসবাদ। দুর্ভাগ্যজনকভাবে, এর পথপ্রদর্শক দেশটি ভারতেরই প্রতিবেশী। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা জঙ্গি মডিউলগুলি এই আঁতুড়ঘরের সঙ্গে জড়িত।


কূটনৈতিক স্বার্থে সন্ত্রাসবাদীদের মদদ ও আর্থিক সাহায্যের অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে নতুন কিছু নয়। ব্রিকস সম্মেলন থেকে এসব বন্ধেরও ডাক দেন নরেন্দ্র মোদি।


তিনি বলেন, বিশ্ব থেকে সন্ত্রাসকে হঠাতে হলে একযোগে আর্থিক সাহায্য, অস্ত্র সাহায্য, প্রশিক্ষণ ও রাজনৈতিক মদদ বন্ধ করতে হবে।


মোদি আরো বলেন, ভারত বিশ্বাস করে, সন্ত্রাসবাদ ও তার সমর্থকদের শাস্তি দিতে হবে, পুরস্কার নয়। যে সব সংগঠন ও ব্যক্তি সন্ত্রাস হামলার সঙ্গে জড়িত, তাদের সঙ্গে অপরাধীর মতোই আচরণ করা উচিত। নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নাশকতার বিরুদ্ধে সকলকে লড়াইয়ে নামার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী।


বিবার্তা/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com