তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়াতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪০
তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়াতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়ানোর আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


৮ ফেব্রুয়ারি, বুধবার সকালে মার্কিন দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এমনটি জানায়।


গার্ডিয়ান জানায়, ইতোমধ্যে তুরস্ক ও সিরিয়ায় প্রাণঘাতী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৮০০ জনে। শুধু তুরস্কেই নিহতের সংখ্যা ৫ হাজার ৮৯৪, অন্যদিকে সিরিয়ায় ১৯৩২ জন। তুরস্কের সরকার, হোয়াইট হেলমেটস ও সিরীয় রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, দুই দেশে ভূমিকম্পে আহতের সংখ্যা অন্তত ৩০ থেকে ৪০ হাজার মানুষ।


প্রসঙ্গত, মঙ্গলবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের দশটি প্রদেশে তিন মাসের জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।


এদিকে, ভূমিকম্পে উদ্ধার কাজে সহযোগিতার জন্য তুরস্ক ও সিরিয়ার পাশে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা। মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে তারা ন্যাটো মিত্র তুরস্কে দুটি উদ্ধারকারী দল পাঠাচ্ছে। বুধবার সকালে উদ্ধারকারী দলউদ্ধারকারী দল তুরস্কে পৌঁছবে এবং আদিয়ামান শহরে যাবে, যেখানে অনুসন্ধান প্রচেষ্টা এখনও সীমিত। অন্যদিকে সিরিয়ায় সহায়তা কার্যক্রম চালাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলছে, এই সহযোগিতা দেশটির একনায়ক বাশার আসাদকে নয়, বরং সিরিয়ার জনগণকে।


বিবার্তা/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com