আড়ালে কিম জং উন, সামরিক প্যারেডে থাকছেন কে?
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫৮
আড়ালে কিম জং উন, সামরিক প্যারেডে থাকছেন কে?
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আগামী সপ্তাহে কোরিয়ার রাজধানী পিয়ংইংয়ে অনুষ্ঠিত হবে পিপলস আর্মির ৭৫তম সেনাবাহিনীর প্যারেড। এমন গুরুত্বপূর্ণ সামরিক আয়োজনের সময়ই আড়ালে কিম জং উন। সেনাবাহিনীর প্যারেড অনুষ্ঠানে তার উপস্থিতি নিয়েও এখন নিশ্চিত নয়। 


গত ৩৫ দিন ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছে না উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে। এক প্রতিবেদনে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্সনিউজ।


প্রশ্ন উঠছে কোথায় আছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণে হয়ত এখন আড়ালে চলে গেছেন তিনি। তবে বিষয়টি নিশ্চিত নয়।


গত ৫ ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির নীতি নির্ধারণী কমিটি পলিটব্যুরোর বৈঠকেও উপস্থিত ছিলেন না কিম জং উন। ওই বৈঠকে কৃষি সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। কিম এ নিয়ে মাত্র তৃতীয়বার পলিটব্যুরোর বৈঠকে অনুপস্থিত ছিলেন।


এদিকে এর আগে ২০১৪ সালে একবার টানা ৪০ দিন জনসম্মুখে আসেননি কিম। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর সেবারই সবচেয়ে বেশি সময় প্রকাশ্যে দেখা যায়নি তাকে।


এরপর ২০২০ সালের এপ্রিলে এবং ২০২১ সালের মে মাসে কিছুদিনের জন্য উধাও হয়ে যান তিনি। ওই সময় গুজব ছড়িয়ে পড়ে, পরমাণু ক্ষেপণাস্ত্র শক্তিসমৃদ্ধ দেশটির প্রেসিডেন্ট মারা গেছেন।


সেনাবাহিনীর প্যারেড অনুষ্ঠানের দিন কিম জং উন উপস্থিত হবেন কিনা এটিও এখন নিশ্চিত নয়।


তবে উত্তর কোরিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, সোমবার (৬ জানুয়ারি) ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় মিলিটারি কমিশন বৈঠকে উপস্থিত ছিলেন কিম জং উন।


সূত্র: এনডিটিভি


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com