তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প, আল আকসায় প্রার্থনা
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৯
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প, আল আকসায় প্রার্থনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় জেরুসালেমের আল আকসা মসজিদে প্রার্থনা করেছেন ফিলিস্তিনি মুসলিমরা। তারা দেশ দুটির জনগণের সঙ্কট উত্তরণে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন।


প্রসঙ্গত, সোমবার তুরস্ক-সিরিয়া সীমান্ত অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। বৈরি আবহাওয়ার মধ্যে উদ্ধারকারী দল রাতভর অভিযান চালিয়েছে। এখনও চলছে উদ্ধারকাজ। এখন পর্যন্ত এই দুর্যোগে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩০০ জনে। গোটা বিশ্ব যখন যুদ্ধ, শরণার্থী সংকট ও গভীর অর্থনৈতিক সমস্যায় জর্জরিত তখন আরও একটি মানবিক বিপর্যয়।


আনাতোলিয়া প্রতিবেদকের মতে, সোমবার শত শত মুসল্লি নামাজে অংশ নেন।


তুরস্কের মধ্যাঞ্চলে ফের ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রে ভূ-তাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, গোলবাসি শহরের কাছে ভূ-কম্পনটির গভীরতা ছিল ১০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।


অন্যদিকে, ফ্রান্স-ভিত্তিক ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, গোলবাসির কাছে ৫ দশমিক ৬ মাত্রার ভূ-কম্পন হয়। এর গভীরতা ছিল ২ কিলোমিটার পর্যন্ত। এখনও ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


বিবার্তা/ইজা/কেআর

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com