‘চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ ২০২৫ সালে’
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩, ১৬:২৯
‘চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ ২০২৫ সালে’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিন বিমানবাহিনীর এক শীর্ষ জেনারেল বলেছেন, দুই বছরের মধ্যেই চীনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৭ জানুয়ারি) নিজেদের কমাণ্ডে থাকা কর্মকর্তাদের কাছে পাঠানো এক মেমোতে চার তারকাবিশিষ্ট জেনারেল মাইক মিনিহান একথা বলেছেন। মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।


জেনারেল মাইক মিনিহানের পাঠানো মেমোর একটি অনুলিপি এনবিসি নিউজের কাছে আসে। মেমো অনুসারে, জেনারেল ভবিষ্যদ্বাণী করেছেন যে, আগামী দুই বছরের মধ্যেই চীনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র। তিনি তার অধীনস্ত কর্মকর্তা ও সেনাদের এজন্য প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন।


মার্কিন বিমানবাহিনীর মোবিলিটি কমান্ডের প্রধান জেনারেল মাইক মিনিহান তার পাঠানো মেমোতে বলেছেন, ‘আমি আশা করি, আমার অনুমান ভুল প্রমাণিত হোক। তবে আমার দৃঢ় বিশ্বাস, আমরা ২০২৫ সালেই যুদ্ধে জড়িয়ে পড়ব।’


সাধারণত মার্কিন এয়ার মবিলিটি কমান্ডের অধীনে প্রায় ৫০ হাজার সেনা এবং ৫০০ যুদ্ধবিমান থাকে। বিমানবাহিনীর এই ইউনিটটি পরিবহন এবং রিফুয়েলিংয়ের কাজ করে থাকে।


মিনিহান তার মেমোতে আরও বলেছেন, ‘যেহেতু ২০২৪ সালে যুক্তরাষ্ট্র এবং তাইওয়ান উভয় দেশের প্রেসিডেন্ট নির্বাচন তাই সবার দৃষ্টি থাকবে এই দিকে। আর এই বিষয়টিকে তাইওয়ান আক্রমণের সুযোগ হিসেবে নেবেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং।’


মিনিহানের মেমোটি এয়ার মোবিলিটি কমান্ডের সব এয়ার উইং কমান্ডার এবং এয়ার ফোর্সের অন্যান্য অপারেশনাল কমান্ডারদের উদ্দেশে পাঠানো হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে মিনিহানের কাছে চীনের বিপরীতে যুদ্ধের জন্য প্রস্তুতির বিষয়ে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, সে বিষয়ে রিপোর্ট করার জন্য তাদের নির্দেশ দেয়া হয়েছে।


বিবার্তা/জেএইচ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com