যুক্তরাষ্ট্রকে হুমকি দিলেন উনের বোন
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩, ১৬:০০
যুক্তরাষ্ট্রকে হুমকি দিলেন উনের বোন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাশিয়ার আসন্ন হামলা ঠেকাতে ইউক্রেনকে ৩১টি আব্রাম ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিনিদের এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং।


তিনি বলেছেন, ইউক্রেনকে ট্যাংক দিয়ে আবারও ‘সীমা লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র। তার দাবি, রাশিয়াকে ধ্বংস করে দিতে ‘প্রক্সি যুদ্ধে’ লিপ্ত হয়েছে তারা এবং ট্যাংক দেওয়ার মাধ্যমে এ যুদ্ধ বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র। আল জাজিরা।


মার্কিন প্রশাসনের সমালোচনা করে কিম ইয়ো জং শনিবার (২৮ জানুয়ারি) এক বিবৃতিতে বলেছেন, ‘স্থলে হামলা চালানোর অস্ত্র দিয়ে ইউক্রেন যুদ্ধ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে আমি উদ্বেগ জানাচ্ছি।’


‘রাশিয়ার নিরাপত্তা হুমকি এবং এই অঞ্চলকে একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার মূল হোতা হলো যুক্তরাষ্ট্র।’


‘আমার কোনো সন্দেহ নেই যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের পাঠানো সামরিক সরঞ্জাম রাশিয়ার বীর সেনা এবং সাধারণ মানুষের অদম্য লড়াইয়ের মনোভাব এবং শক্তির কাছে পুড়ে ছারখার হয়ে যাবে।’


তিনি বিবৃতিতে আরও জানিয়েছেন, রাশিয়া যেভাবে যুক্তরাষ্ট্রকে প্রতিরোধ করছে উত্তর কোরিয়াও একইভাবে তাদের প্রতিরোধ করবে।


এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে থাকে উত্তর কোরিয়া। তাদের দাবি যুক্তরাষ্ট্রের ‘আধিপত্যবাদী মনোভাবের’ কারণে ইউক্রেনে হামলা চালাতে বাধ্য হয়েছে রাশিয়া।


অপরদিকে যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র দিয়ে সহায়তা করে আসছে উত্তর কোরিয়া। যদিও পিয়ংইয়ং এ দাবি অস্বীকার করেছে।


এদিকে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের ট্যাংক পাঠানোর বিষয়টির প্রকাশ্য সমালোচনা করে উত্তর কোরিয়া বার্তা দিয়েছে তারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com