মাস্কের দায়িত্ব গ্রহণের পর টুইটারের বিজ্ঞাপনী আয়ে ধস
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩, ১৯:০৪
মাস্কের দায়িত্ব গ্রহণের পর টুইটারের বিজ্ঞাপনী আয়ে ধস
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গত বছরের ২৭ অক্টোবরে টুইটারের মালিকানা নিজের করে নেওয়ার পরপরই গণহারে কর্মী ছাঁটাই করেন ইলন মাস্ক। তাঁর বিভিন্ন হঠকারী সিদ্ধান্তের কারণে কর্মীদের পাশাপাশি বিজ্ঞাপনদাতারাও মুখ ফিরিয়ে নিয়েছে। ফলে খুদে ব্লগ লেখার সাইটটির আয়ও কমে গেছে।


বিজ্ঞাপন গবেষণা সংস্থা স্ট্যান্ডার্ড মিডিয়া ইনডেক্সের (এসএমআই) তথ্যমতে, গত ডিসেম্বরে আগের বছরের তুলনায় টুইটারে বিজ্ঞাপন কমেছে প্রায় ৭১ শতাংশ। গত নভেম্বরে কমেছে প্রায় ৫৫ শতাংশ।


বিজ্ঞাপন গবেষণা সংস্থা প্যাথমেটিকসের ধারণা, স্থগিত অ্যাকাউন্টগুলো সচল হওয়ার পাশাপাশি টুইটারে বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট অর্থের বিনিময়ে নীল টিক পাওয়ায় বিজ্ঞাপনে পরিমাণ কমে গেছে। শুধু তা–ই নয়, ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার পর টুইটারে সবচেয়ে বেশি বিজ্ঞাপন দেওয়া ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪টি সব ধরনের বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিয়েছে।


বিজ্ঞাপনের পরিমাণ বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে টুইটার। নতুন এ উদ্যোগের আওতায় বিজ্ঞাপনদাতারা কিছু বিজ্ঞাপন বিনা মূল্যে দিতে পারবেন। শুধু তা–ই নয়, পুনরায় রাজনৈতিক বিজ্ঞাপনও দেখাবে টুইটার।


বিবার্তা/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com