শিরোনাম
খাদ্যশস্য উৎপাদনে রেকর্ডের আশা ভারতের
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২২:০৯
খাদ্যশস্য উৎপাদনে রেকর্ডের আশা ভারতের
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে চলতি অর্থবছরে (২০১৬-১৭) প্রচুর খাদ্যশস্য উৎপাদনের আশা করা হচ্ছে। এবারের ফসল উৎপাদন অতীতের সব রেকর্ড অতিক্রম করবে বলে আশাবাদী দেশটির কৃষি মন্ত্রণালয়।


ভারতের কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়ে বলেছে, বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত এবং সরকারের কৃষিবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কারণে এবছর উৎপাদিত ফসল অতীতের সকল রেকর্ড অতিক্রম করবে বলে তারা আশা করছেন।


চলতি বছর ভারতে মোট ২৭১.৯৮ মিলিয়ন টন খাদ্যশস্যের উৎপাদন হবে বলে কৃষি মন্ত্রণালয়-এর এক প্রাক্কলিত হিসাবে বলা হয়েছে। চলতি বছরের খাদ্য শষ্য উৎপাদনের পরিমাণ গত বছরের তুলনায় ২০.৪১ মিলিয়ন মেট্রিক টন বেশী।


এই পরিমাণ অতীতে উৎপাদিত সর্বোচ্চ রেকর্ডের তুলনাতেও ৬.৯৪ মিলিয়ন টন বেশী। এর আগে ভারতে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদিত হয়েছিল ২০১৩-১৪ সালে। এর পরিমাণ ছিল ২৬৫.০৪ মিলিয়ন টন।


মন্ত্রণালয়ের সূত্র জানায়, চাল উৎপাদনের ক্ষেত্রে ভারত এবার নতুন রেকর্ড স্থাপন করবে বলে আশা করা হচ্ছে। এর পরিমাণ হবে ১০৮.৮৬ টন। গত বছরের চাল উৎপাদনের চেয়ে ৪.৪৫ মিলিয়ন মেট্রিক টন বেশী। চাল উৎপাদনের পূর্ববর্তী সর্বোচ্চ রেকড তৈরি হয়েছিল ২০১৩-১৪ সালে। সেবছর মোট চাল উৎপাদনের পরিমাণ ছিল ১০৬.৫৫ টন।


এবছর ভারতে গম উৎপাদিত হবে ৯৬.৬৪ মিলিয়ন মেট্রিক টন। এটিও পূর্বের সকল রেকর্ড অতিক্রম করবে। এর আগে সর্বোচ্চ ৯৫.৮৫ মিলিয়ন টন গম উৎপাদিত হয়েছিল ২০১৩-১৪ সালে।


এছাড়াও অন্যান্য দানাদার শষ্য, বিভিন্ন রকমের ডাল এবং তেল বীজ উৎপাদন আগের বছরগুলোর তুলনায় বৃদ্ধি পাবে বলে ভারতের কৃষি মন্ত্রণালয় আশা করছে।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com