শিরোনাম
সৌন্দর্যে এশিয়ায় শীর্ষে ইন্দোনেশিয়া
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩৪
সৌন্দর্যে এশিয়ায় শীর্ষে ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইন্দোনেশিয়াকে বিশ্বের সবচেয়ে সুন্দর দেশের তালিকায় ষষ্ঠ ঘোষণা করল লন্ডন ভিত্তিক ট্রাভেল গাইড বিষয়ক ওয়েবসাইট রাফ গাইডস। এর ফলে দেশটি এশিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর দেশ হিসেবে বিবেচিত হল।


ইন্দোনেশিয়া তার দ্বীপরাশি ও বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা আগ্নেয়গিরির জন্য ভ্রমণ পিপাসুদের কাছে ব্যাপক জনপ্রিয়। রাফ গাইডের পাঠকদের ভোটে দেশটি বিশ্বের ষষ্ঠ সুন্দর দেশের সম্মান লাভ করেছে বলে জানায় বার্তা সংস্থা সিনহুয়া।



দেশটি সাংস্কৃতিক ঐতিহ্যের দিক দিয়েও অত্যন্ত সমৃদ্ধ। এছাড়া বৈচিত্রময়তা দেশটির অন্যতম বৈশিষ্ট্য। দেশটিতে বিভিন্ন জাতিগোষ্ঠীর বাস। দেশটির কয়েক হাজার দ্বীপে এদের বসবাস।


পাঠকদের ভোটে ইন্দোনেশিয়া এশিয়ার অপর দুই দেশ ভারত ও ভিয়েতনামকে পেছনে ফেলেছে। এই দুটি দেশে যথাক্রমে এই তালিকার ১৩তম ও ২০তম স্থানে রয়েছে।



স্কটল্যান্ড এই তালিকার শীর্ষে রয়েছে। এরপরের স্থানে রয়েছে কানাডা, নিউজিল্যান্ড, ইতালি ও দক্ষিণ আফ্রিকা। তালিকাটিতে মোট ২০টি দেশ স্থান পেয়েছে।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com