শিরোনাম
ইসলামের সঙ্গে ফ্রান্সের সমস্যা আছে: ওলাদ
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৬, ১৬:৩১
ইসলামের সঙ্গে ফ্রান্সের সমস্যা আছে: ওলাদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসলামের সঙ্গে ফ্রান্সের সমস্যা রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ। চলতি সপ্তাহে প্রকাশিত ‘অ্যা প্রেসিডেন্ট শুড নট সে দ্যাট: সিক্রেটস অব ফাইভ ইয়ারস ইন অফিস’ শীর্ষক একটি বইয়ে তার এ বক্তব্য তুলে ধরা হয়েছে।


গত নভেম্বরে ফ্রান্সের রাজধানী প্যারিসে কয়েক দফা হামলায় ১৩০ জন নিহত হন। ওই হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। হামলার পর ডিসেম্বরে এক সাক্ষাৎকারে উল্লিখিত বইয়ের দুই লেখকের কাছে মুসলমানদের বিষয়ে মন্তব্য করেন ওলাদ।


৬৬০ পাতার ওই বইয়ে ওলাদের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘এটা সত্য যে ইসলামের সঙ্গে (ফ্রান্সের) সমস্যা আছে। এ বিষয়ে কারো সন্দেহ নেই।’


বইয়ের দুই লেখক ফরাসি সংবাদমাধ্যম লা মদেঁর সাংবাদিক জেরার্ড ডেভিড ও ফ্যাব্রিস লমকে ওলাঁদ বলেন, ‘সমস্যাটা এই নয় যে ইসলাম একটি বিপজ্জনক ধর্ম। আসল সমস্যাটা সেখানেই, যখন ইসলামকে প্রজাতন্ত্রের ধর্ম হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হয়।’


ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি (ফ্রান্সে) অনেক বেশি অভিবাসীর আগমন ঘটেছে, যা হওয়ার কথা নয়।’


এদিকে মানবাধিকার সংস্থাগুলো তার এ বক্তব্যে প্রচণ্ড প্রতিক্রিয়া দেখিয়েছে। ফ্রান্সে মুসলমান বিরোধী চেতনা উস্কে দেয়ার জন্য ফরাসি সরকার এবং রাজনৈতিক শ্রেণীকে দায়ী করছেন তারা।


ফ্রান্সে আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে প্রচারের কেন্দ্রবিন্দুতে থাকবে অভিবাসন ও জাতীয় পরিচয়ের বিষয়টি।


বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com