শিরোনাম
ব্রিটেনকে সপ্তাহে ৩৫০ মিলিয়ন পাউন্ড গচ্চা দিতে হবে
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৬, ১১:২১
ব্রিটেনকে সপ্তাহে ৩৫০ মিলিয়ন পাউন্ড গচ্চা দিতে হবে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ডিভোর্স বিল বাবদ ব্রিটেনকে প্রতি সপ্তাহে ৩৫০ মিলিয়ন পাউন্ড গচ্ছা দিতে হবে। ইউনিয়নের সাথে বিচ্ছেদের হিসেবে লায়াবিলিটি ডেবট বাবদ ২৪১ বিলিয়ন ইউরো বা ২১৭ বিলিয়ন পাউন্ড, পেনসন বাবদ ৬৩.৮ বিলিয়ন ইউরো বা ৫৭.৫ বিলিয়ন পাউন্ড লায়াবিলিটিস পরিশোধ করতে হবে।


ফাইন্যান্সিয়াল টাইমসের এক রিপোর্টে এমনটাই প্রকাশ করা হয়েছে। তবে কিছু কিছু ইইউ অফিসিয়াল এই বিল আরো বাড়তে পারে বলে জানিয়েছেন। সাবেক ইউকে ট্রেড মিনিস্টার লর্ড লিভিংস্টোন এই খরচ হতে পারে বছরে ভাগ করে সমান অংশে, সপ্তাহে ৩৫০ মিলিয়ন পাউন্ড।


মজার ব্যাপার হলো ব্রেক্সিটের গণভোটের সময়ে ভোট লিভ ক্যাম্পেইনরেরা বিশাল বিলবোর্ড আর প্রচার করে বলেছিল, ব্রিটেন প্রতি সপ্তাহে ইউরোপিয়ান ইউনিয়নে ২৫০ মিলিয়ন পাউন্ড পাঠায় ফি হিসেবে এবং ব্রেক্সিটের ফলে এই পয়সা সেইভ হয়ে যাবে, তখন এনএইচএস এর সার্ভিস উন্নতিতে খরচ করা হবে। গণভোটের পর সেই হিসেব যে ভুল ছিল- সেটা নাইজেল ফারাজ এবং ভোট লিভ ক্যাম্পেইনরেরা স্বীকার করেছেন।


বৃহস্পতিবার ফাইন্যান্সিয়াল টাইমস রিপোর্ট করেছে, ব্রেক্সিটের খেসারত ব্রিটেনকে লায়াবিলিটিসহ অন্যান্য হিসেবে মতে, সপ্তাহে ৩৫০ মিলিয়ন পাউন্ড এক বছর সময় পর্যন্ত দিতে হবে।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com