শিরোনাম
ধূমপানের বিরুদ্ধে আরো কঠোর হচ্ছে ফিলিপাইন
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৬, ১৮:৪৫
ধূমপানের বিরুদ্ধে আরো কঠোর হচ্ছে ফিলিপাইন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে এবার প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করতে যাচ্ছেন এবং সেটা এ মাসেই। দেশটির স্বাস্থ্য বিভাগ বুধবার এ খবর দিয়েছে।


বর্তমানে ফিলিপাইনে ধূমপানের বিজ্ঞাপন এবং ইনডোর পাবলিক প্লেসে (সরকারি ভবন, হাসপাতাল,যানবাহন, স্কুল ইত্যাদি) ধূমপান নিষিদ্ধ। আর আসন্ন আইনে সিগারেটের প্যাকেটে সচিত্র সতর্কবাণী মূদ্রণের বিধান রাখা হচ্ছে। এছাড়া ধূমপানে কী কী ক্ষতি হয়, তাও লিখে দিতে হবে।


স্বাস্থ্য বিভাগ বলেছে, ধূমপান কমছে, তবে ধীর গতিতে। এখন আমরা ধূমপান নিরোধের সব সরঞ্জাম হাতের মুঠোয় রাখতে চাই। আমাদের কার্যক্রমে প্রেসিডেন্টেরও সমর্থন আছে। আগে ইনডোর পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ ছিল, এখন জনশূণ্য স্থান ছাড়া সবখানেই ধূমপান নিষিদ্ধ করা হবে। এর অন্যথা হলে করলে জেল-জরিমানাসহ নানারকম শাস্তির বিধান রাখা হচ্ছে। সূত্র : ইয়াহু


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com