শিরোনাম
সঙ্গীতশিল্পী পেলেন সাহিত্যে নোবেল
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৬, ১৮:৩৮
সঙ্গীতশিল্পী পেলেন সাহিত্যে নোবেল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

নোবেল কমিটি বরাবরই চমক দেখাতে পছন্দ করেন। বিভিন্ন ক্ষেত্রেই কোনো কোনো বছর তারা এমন সব ব্যক্তিকে নোবেল পুরস্কার দেয়, যা নিয়ে বিশ্বব্যাপী বিতর্কের ঝড় ওঠে।


এ বছর অন্যান্য ক্ষেত্রে বিতর্কিত কোনো সিদ্ধান্ত না এলেও বৃহস্পতিবার ঘোষিত সাহিত্যে নোবেল যে এবার বিতর্কের ঝড় উঠবে, তা আগেভাগে্ই বলে দেয়া যায়।


সাহিত্যে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন রবার্ট অ্যালেন জিমারম্যান, সংগীতবিশ্ব যাকে চেনে বব ডিলান নামে। মার্কিন নাগরিক বব ডিলান একজন গায়ক ও গীতিকার।


বৃহস্পতিবার সাহিত্যে নোবেল বিজয়ী ১১৩তম লেখক হিসেবে তার নাম ঘোষণা করেন রয়্যাল সুইডিশ অ্যাকাডেমির স্থায়ী সচিব সারা দানিউস।


ঘোষণায় বলা হয়, ‘আমেরিকার সংগীতধারায় নতুন কাব্যিক দ্যোতনা সৃষ্টির’ জন্য ৭৫ বছর বয়সী রক, ফোক ও কান্ট্রি মিউজিকের এই কিংবদন্তিকে নোবেল পুরস্কারের জন্য বেছে নেয়া হয়।


বব ডিলানের জন্ম ১৯৪১ সালে। ইংরেজ কবি ডিলন টমাসের নাম থেকে তিনি বব ডিলান নাম নেন। তার সংগীত ক্যারিয়ারের সূচনা ১৯৫৯ সালে। তিনি খ্যাতির তুঙ্গে পৌঁছান গত শতকের ষাটের দশকে। সে সময় তার ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’ এবং ‘দ্য টাইমস দে আর আ-চেইঞ্জিং’ ইত্যাদি গান পরিণত হয় যুদ্ধবিরোধী আন্দোলনের গণসঙ্গীতে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে এর পক্ষে নিউ ইয়র্কে আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশে জর্জ হ্যারিসন, রবিশঙ্করের সঙ্গে ডিলানও ছিলেন।


আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে ডিলানের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হবে পুরস্কারের ৮০ লাখ ক্রোনার।


বিবার্তা/মৌসুমী/হুমায়ুন


>>একাত্তরে বাংলাদেশের জন্য গেয়েছিলেন বব ডিলান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com