
মুসলিম অধ্যুষিত সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার বিষয়ে আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিতাদেশ দেয়া বিচারককে ‘তথাকথিত’ বিচারক বলে আখ্যায়িত করেছেন ট্রাম্প। এই আদেশ উল্টে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। শুক্রবার আদালত ওই স্থগিতাদেশ দেয়ার পর এই প্রতিক্রিয়া জানালেন তিনি।
ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার এক সপ্তাহের মধ্যেই নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের শরণার্থী গ্রহণ কর্মসূচি ১২০ দিনের জন্য রদ করেন। সিরীয় শরণার্থী প্রবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেন। এছাড়া ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের ভিসা ৯০ দিন পর্যন্ত রদ করেন।
সাত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞার প্রতিবাদে গত সপ্তাহে ব্যাপক বিক্ষোভ চলে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এসব দেশের নাগরিকদের ৬০ হাজার ভিসা বাতিল করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল জজ জেমস রবার্ট প্রেসিডেন্ট ট্রাম্পের ওই নির্বাহী আদেশকে অসাংবিধানিক উল্লেখ করে তা স্থগিতের আদেশ দেন। এই স্থগিতাদেশের ফলে সাময়িকভাবে ওই সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ঢুকতে আর কোনো বাধা থাকল না।
বিবার্তা/তৌহিদ/সোহান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]